
বড়লেখা পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় মৌলভীবাজারের বাগানবাড়িতে গিয়ে তারা এম নাসের রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় নবনির্বাচিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল হাসান ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ ফুল দিয়ে নাসের রহমানকে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎ শেষে নাসের রহমান নবনির্বাচিত পৌর বিএনপির নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে বলেন, বিএনপি একটি ঐক্যবদ্ধ শক্তি। তৃণমূলের নেতাকর্মীরাই দলের চালিকাশক্তি। আন্তরিকতা, নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে কাজ করলে নতুন কমিটি বড়লেখায় বিএনপিকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সক্ষম হবে। তিনি দলীয় নেতাদের জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা, সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় থাকা এবং গণমানুষের স্বার্থে কাজ করার আহ্বান জানান।
কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজুও এসময় উপস্থিত ছিলেন।