
রাইজিংসিলেট- মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশের তরুণদের জনসম্পদে পরিণত করে উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, “যুবসমাজই জাতির অগ্রগতির প্রধান শক্তি। তারা বেকার থেকে পিছিয়ে থাকতে পারে না।”
তিনি আরও জানান, “জুলাই বিপ্লব” থেকে অনুপ্রাণিত হয়ে জামায়াত দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে এবং এ বিপ্লবের লক্ষ্য পূরণে অব্যাহতভাবে প্রচেষ্টা চালাবে।
এই বক্তব্য তিনি কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে জামায়াত আয়োজিত একটি যুবসমাবেশ এবং রাঙ্গীছড়া বাজারে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিম, সাবেক ছাত্রশিবির নেতা নিজাম উদ্দিন, মারুফ আহমদ নাজিমসহ স্থানীয় জামায়াত ও শিবির নেতারা।