
রাইজিংসিলেট- মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা, যার মূল প্রতিপাদ্য ছিল ‘গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’। শনিবার, ১৩ সেপ্টেম্বর জেলা প্রশাসনের সহযোগিতায় সার্কিট হাউজ কনফারেন্স রুমে এই কর্মশালাটি আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম। তিনি বলেন, “অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করে। সাংবাদিকদের উচিত দায়িত্বশীল থেকে জনগণের কাছে সত্য ও যাচাইযোগ্য তথ্য তুলে ধরা।”
প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের।
কর্মশালায় মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা তথ্য যাচাইয়ের গুরুত্ব, সাংবাদিকতার নৈতিকতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশনের বিষয়ে আলোচনা করেন।