
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিসেবে পরিচয় দেওয়া তৌফিক হোসেন রাজনকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর থানা পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রাজন দীর্ঘদিন ধরে নিজেকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। তবে পুলিশ জানায়, প্রকৃতপক্ষে তিনি একটি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সক্রিয় সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি।
মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। রাজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতার এড়াতে রাজন নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চলাফেরা করতেন। তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সূত্র।