
রাইজিংসিলেট- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার জেটি রোড এলাকার এক শ্মশানঘাট থেকে এটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা। পরে সাপটি স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, সকালে তারা শ্মশানঘাট পরিষ্কার করতে গিয়ে ঝোপঝাড়ের ভেতর সাপের নড়াচড়া টের পান। ভয়ে দূরে সরে গিয়ে বিষয়টি ফাউন্ডেশনকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, “বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস এবং খাদ্যের ঘাটতির কারণে সাপসহ অনেক প্রাণীই এখন মানুষের বসতি এলাকায় চলে আসে।”
শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, উদ্ধারকৃত অজগরটির ওজন প্রায় ২৪ থেকে ২৫ কেজি। স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।