
রাইজিংসিলেট- মৌলভীবাজারের কমলগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৪২টি সার্বজনীন ও ১১টি ব্যক্তিগত পূজামণ্ডপের আয়োজক কমিটি, পূজা উদযাপন পরিষদ ও ফ্রন্ট, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ মিলনায়তনে থানা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাহফুজুল কবির এবং সঞ্চালনা করেন উপ-পরিদর্শক আমীর হোসেন।
সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বেগম শামসুন্নাহার, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, জামায়াতের আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়া এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক সামায়েল রহমান।
এছাড়াও বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক পুষ্প কুমার কানু, সাংবাদিক পিন্টু দেবনাথ, জালাল আহমদ, শিপ্রাংশু পাল, সজল কৈরী, রাজু দত্ত, লিটন দত্ত, অনিরুদ্ধ প্রসাদ রায় চৌধুরী, বিজিত দেবনাথ, নিখিল কুমার সিংহ, দেবাশীষ মল্লিক, বিধান দেবনাথ, অজিত মালাকার, প. সুমন দে, অপূর্ব নারায়ণ ও প্রত্যুষ সিংহ প্রমুখ।
সভায় উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা আইনশৃঙ্খলা, নিরাপত্তা, বিদ্যুৎ, সেবাপ্রাপ্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতামত তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন নবনিযুক্ত ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা, শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. ওবায়দুল হকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।