
বড়লেখা প্রতিনিধি::বড়লেখা উপজেলার হাটবন্দ গ্রামে সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় মণ্ডপে বাহির থেকে আগত কিছু ব্যক্তি বিভ্রান্তিকর ও মিথ্যাচারমূলক বক্তব্য প্রদান করেন বলে অভিযোগ উঠেছে। এতে এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
এ প্রেক্ষিতে ২৮ তারিখ, হাটবন্দ যুব কমিটির উদ্যোগে স্থানীয় একটি স্থানে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন জনগণ বক্তব্য প্রদান করেন এবং ওই ঘটনার তীব্র নিন্দা জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতির পরিবেশকে নষ্ট করার অপচেষ্টা করা হচ্ছে। যারা বাহির থেকে এসে ধর্মীয় মঞ্চকে ব্যবহার করে মিথ্যাচার করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
তারা আরও বলেন, “আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করি। কেউ যদি হিংসা ও বিভাজনের বীজ বপন করতে চায়, তবে এলাকাবাসী তা কখনোই মেনে নেবে না।”
সংবাদ সম্মেলনে হাটবন্দ যুব কমিটির নেতৃবৃন্দ ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, উস্কানিমূলক বক্তব্য যারা দিয়েছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।
উল্লেখ্য, হাটবন্দ এলাকায় সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। স্থানীয়দের মতে, এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর নজরদারি ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।