মৌলভীবাজার, ২০ অক্টোবর: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী সমনবাগ চা বাগান এলাকা থেকে ৪টি ভারতীয় মহিষ আটক করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)। রোববার (১৯ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, ৫২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিওসি টিলা সীমান্ত দিয়ে একদল চোরাকারবারি ভারত থেকে অবৈধভাবে মহিষ পাচারের চেষ্টা করছিল। বিজিবির নিয়মিত টহল দল ঘটনাস্থলে উপস্থিত হলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া চারটি ভারতীয় মহিষ আটক করে বিজিবি।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, “আটককৃত ভারতীয় মহিষগুলো আইনানুগ প্রক্রিয়ায় জুড়ী কাস্টমসে জমা দেওয়া হয়েছে।”
বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান রোধে তাদের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।