রাজনগরে মাদক ব্যবসায়ীদের হামলায় প্রতিবাদকারী অন্তত ৮ জন আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে রাজনগর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ খারপাড়া গ্রামে।
প্রতিবাদকারীদের উপর হা-ম-লার জেরে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে আ-গু-ন ধরিয়ে দিয়েছে জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ খারপাড়া গ্রামের মসুদ মিয়া নামের এক ব্যাক্তি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। সম্প্রতি ওই এলাকার যুব সমাজ মাদক ব্যবসা বন্ধে এলাকায় বহিরাগতদের আনাগোনা প্রতিরোধে পাহারা বসায়।
মাদক নির্মূলে রোববার সকালে একজনকে আটক করে গাঁ-জা উদ্ধার করে যুবকরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাতে মাদক ব্যবসায়ীদের একটি চক্র স্থানীয় কয়েকজনকে কুপিয়ে আহত করে।
এসময় উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা মসুদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
এতে উত্তেজিত হয়ে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ জড়ো হয়ে প্রতিবাদ করেন।