
রাইজিংসিলেট- মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আরও ৪৮ জন বাংলাদেশিকে বাংলাদেশে পুশ-ইন করেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে এই ঘটনায় বিজিবি তাদের আটক করে।
৫২ বিজিবি ব্যাটালিয়নের সূত্রে জানা যায়, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে পাল্লাথল পুঞ্জি এলাকায় ঘোরাফেরা করছিলেন এসব ব্যক্তি। পরে বড়লেখা সীমান্ত ফাঁড়ির টহল দলের সদস্যরা তাদের আটক করেন।
আটকদের মধ্যে রয়েছে ১৮ শিশু, ১৫ জন নারী ও ১৫ জন পুরুষ। তারা জানান, চিকিৎসা ও কর্মসংস্থানের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। এরপর বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী বলেন, “আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তাদের পরিচয় যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মৌলভীবাজারে চলতি বছরে পুশ-ইন সংখ্যা ৪৫২
নতুন করে আটক ৪৮ জনসহ ২০২৫ সালের মধ্যে মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ-এর মাধ্যমে মোট ৪৫২ জন বাংলাদেশিকে পুশ-ইন করা হয়েছে
এর মধ্যে বড়লেখা উপজেলা দিয়ে সবচেয়ে বেশি—৩৪১ জন। এছাড়া জুড়ী থেকে ১০ জন, কুলাউড়া থেকে ২১ জন, শ্রীমঙ্গল থেকে ১৯ জন এবং কমলগঞ্জ সীমান্ত দিয়ে ৬১ জনকে পুশ-ইন করা হয়।
বিজিবির মতে, আরও অনেকেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেও তাদের আটক করা সম্ভব হয়নি।