ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন: সভাপতি জয়নাল, সম্পাদক বদরুজ্জামান

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বদরুজ্জামান। শনিবার অনুষ্ঠিত এই কাউন্সিলের মাধ্যমে উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব গঠিত হয়। এর আগে সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০২২ সালে।

পাঁচটি গুরুত্বপূর্ণ পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে রাত আটটার দিকে প্রধান নির্বাচন কমিশনার রেদওয়ান খান ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনের ফলাফল অনুযায়ী,

সহসভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল জলিল

যুগ্ম সাধারণ সম্পাদক কমর উদ্দিন আহমদ

সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবদুল মুক্তাদির।

সম্মেলনের প্রথম পর্ব দুপুরে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে শুরু হয়। বৈরী আবহাওয়ার মধ্যেও উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে যোগ দেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খানের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্যসচিব আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এম নাসের রহমান বলেন, “নির্বাচন সামনে। প্রতিপক্ষ ইতোমধ্যে প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে, অথচ আমরা কমিটি গঠনের মধ্যেই ব্যস্ত ছিলাম। আমাদের নেতা-কর্মীদের এখন জেগে উঠতে হবে, মাঠে সক্রিয় হতে হবে।”

প্রধান বক্তা জি কে গউছ বলেন, “বিএনপির ওপর অনেক দমন-পীড়ন হয়েছে, তবুও দল এখনও টিকে আছে। এখন সময় এসেছে দলকে আরও সুসংগঠিত করার এবং আগামী নির্বাচনে মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।