
চুলা থেকে আগুন লেগের এক বৃদ্ধা মারা গেছেন।
সোমবার ভোররাতে রাজনগর উপজেলার কদমহাটা গ্রামে গ্যাসের চুলা থেকে আগুন লেগে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন।
এসময় আগুনে ২টি গরু ও ৩টি ছাগল পুড়ে গেছে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে হাড় ছাড়াবৃদ্ধার সারা শরীর পুড়ে গেছে। ময়নাতদন্ত করার কোন সুযোগ নাই তাঁর হাড়গুলো দাফন করা হয়েছে।
জানা যায়, উপজেলার কদমহাটা বাজারের পূর্ব পাশে কদমহাটা সৈয়দ লাল মিয়া (কেরানী) বাড়ির কেয়ারটেকার ময়না মিয়ার বসত ঘরে গ্যাসের চুলা থেকে আগুন লাগে। ভোর ৫টার দিকে আগুন লাগার পর দমকল বাহিনী আগুন নেভালেও ময়না মিয়ার মা বৃদ্ধা নুরজাহান বেগম দগ্ধ হয়ে মারা যান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।