ঢাকারবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন-তোফায়েল

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২২, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সদর ইউনিয়ন এর কৃতি সন্তান মাহবুবুল আলম (তোফায়েল)বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন ।

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন (বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ)র সমন্বয়ক হিসাবে বিয়ানীবাজার সরকারী কলেজে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাগত যোগ্যতাঃ বিয়ানিবাজার সরকারি কলেজ থেকে বিবিএস ডিগ্রী সম্পন্ন করেন।তিনি মদনমোহন সরকারি কলেজে প্রিলিমিনারি সম্পন্ন করেন। বর্তমানে মুরারিচাদঁ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্সে অধ্যয়ণরত আছেন।

তিনি ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়ক দায়িত্ব পালন করেন।পরে জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং সিলেট বিভাগীয় সমন্বয়ক দায়িত্বশীল হিসাবে দায়িত্ব পালন করেন।

তাহার লক্ষ্য ও উদ্দেশ্য: বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, রাষ্ট্রীয় অখন্ডতা সুরক্ষিত ও সুসংহত রাখতে ছাত্র সংগঠন হিসেবে সোচ্চার থাকা। একটি শিক্ষিত, জ্ঞানভিত্তিক, গণতান্ত্রিক, সাম্য ও সমতা ভিত্তিক, উৎপাদন ও কর্মমুখী সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখা।

শিক্ষার মানোন্নয়ন বৃদ্ধি, শিক্ষাকে বাণিজ্যিকিকরণ হতে রক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনোয়ন ও শিক্ষার্থী বিরোধী সিদ্ধান্ত নেওয়া থেকে কর্তৃপক্ষকে দূরের রাখার সংগ্রাম চালিয়ে যাওয়া। সর্বোপরি নিরাপদ ক্যাম্পাস গঠনে সবসময় সোচ্চার থাকা।সকল বৈষম্য নিরসনে ও সামাজিক সমস্যা সমাধানে শিক্ষার্থী-শিক্ষকদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরি করা, আধুনিক, যুগোপযোগী ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রচলনে কাজ করে যাওয়া।

সাম্য, মানবিক মর্যাদা ও রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সুবিচার নিশ্চিতকরণের লক্ষ্যে স্বাধীনভাবে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও শিক্ষামূলক কর্মকান্ডের মাধ্যমে অন্যায়, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং যৌক্তিক ও ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রামে ছাত্র সমাজ তথা দেশবাসীর কল্যাণে নিবেদিত থেকে কাজ করা।

একটি ন্যায়বিচার ও আইনের শাসন ভিত্তিক, মানবিক, বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করা। শিক্ষার্থীদের মেধা বিকাশে, সৎ, যোগ্য, আদর্শিক ও দেশপ্রেমিক নাগরিক গঠনে কাজ করে যাওয়া, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন মূলক কাজে সক্রিয় অংশগ্রহণ করা। শিক্ষার্থীদের ব্যক্তি ও জাতীয় জীবনে নৈতিক, মানবিক, সাংস্কৃতিক, বিজ্ঞান ভিত্তিক ও সামাজিক মূল্যবোধ গঠনে উদ্বুদ্ধ করা।

বেকারত্ব দূরীকরণে ও মেধা অনুযায়ী সবার জন্য সরকারি বা বেসরকারি চাকরি সুবিধা নিশ্চিত করতে কাজ করা। দলীয় দাসত্ব ও লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির বাইরে স্বাধীন ধারার ছাত্র রাজনীতি চর্চার মাধ্যমে ছাত্রদের যৌক্তিক দাবি ও ন্যায়সঙ্গত অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করা।

১০৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।