
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে অভিযান শুরু করে । তারা প্রচুর জাল টাকা ও ৫টি নকল পিস্তলসহ মোক্তাদির আলী ওরফে রিপনকে (৩৪) গ্রেপ্তার করে।
র্যাবের গণমাধ্যম শাখা জানায়, মোক্তাদির আলী ওরফে রিপন মৌলভীবাজারের কুলাউড়া থানার সম্মান এলাকার তৈয়ব আলীল ছেলে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান চালানো হয়।
তারা বাসায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা সমমূল্যের দেশী ও প্রায় ৬০ লাখ টাকা মূল্যেও বিদেশীয় নোটসহ মোট ১ কোটি টাকা মূল্যমানের দেশি-বিদেশি জাল নোট উদ্ধার করেন।
এসময় তার হেফাজত থেকে ৫টি বিদেশী নকল পিস্তল ও কয়েক রাউন্ড নকল গুলিও উদ্ধার করা হয়।
মোক্তাদির আলী ওরফে রিপনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন জানায়, তিনি গত কয়েক মাস ধরে অনলাইনে জালা টাকা ও নকল অস্ত্রের ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। আবার অনেক সময় নকল কুরিয়ার ডেলিভারি ¯িøপ অনলাইনে প্রদর্শন করে অগ্রিম টাকা আদায় করে ফোন বন্ধ করে দিতেন রিপন।