
বড়লেখা প্রতিনিধি: পরিষ্কার হাত, সুস্থ জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। এ উপলক্ষে মঙ্গলবার (২১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব গালিব চৌধুরী, যিনি সভাপতির দায়িত্বও পালন করেন। তিনি বলেন, “হাত ধোয়ার অভ্যাস ছোট থেকেই গড়ে তুলতে হবে। এটি শুধু ব্যক্তিগত স্বাস্থ্য নয়, পারিবারিক ও সামাজিক সুস্থতার অন্যতম মূল চাবিকাঠি।
এসময় বক্তারা নিয়মিত হাত ধোয়ার উপকারিতা ও জীবাণুমুক্ত জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন। পরে শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের অংশগ্রহণে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও সাবান বিতরণ করা হয়।