
কুলাউড়া উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে শাকুল মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকুল মিয়া একই এলাকার বাসিন্দা ছিলেন।
পূর্ব রংগীরকুল পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুল গাফ্ফার চৌধুরী জানান, ‘শাকুল মিয়া সাঁতার জানতেন না, তবুও তিনি প্রায়ই ওই পুকুরে গোসল করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি প্রতিদিনের মতো সকালে পাশের বাড়ির বাবুল মিয়ার পুকুরে গোসল করতে যান। দীর্ঘসময় পেরিয়ে গেলেও তিনি আর ফিরে না আসায় পরিবার ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পুকুর পাড়ে তার জুতা ও জামাকাপড় রেখে যাওয়া দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুকুরে তল্লাশি শুরু করেন এবং কিছুক্ষণ পর পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ফেরদৌস মিয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা মরদেহ উদ্ধার করে ফেলেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ফেরদৌস মিয়া বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছাই। তবে স্থানীয়রা ইতোমধ্যে মরদেহ উদ্ধার করেছেন। আমরা এলাকাবাসীকে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছি।