
মৌলভীবাজারের বড়লেখায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে স্লোগান ও বিক্ষোভ মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার পাঁচ কিশোরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর এলাকায় কয়েকজন কিশোর নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে স্লোগান দিতে দিতে একটি মিছিল বের করে। বিষয়টি পুলিশের নজরে এলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচ কিশোরকে আটক করা হয়।
এ ঘটনায় শাহবাজপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার হওয়া কিশোররা হলেন—পূর্ব দৌলতপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে সজিব আহমদ, সুনাম উদ্দিনের ছেলে জুবায়ের আহমদ, বড়ময়দান গ্রামের সেলিম উদ্দিনের ছেলে জাহিদ আহমদ, বাদেপুকুরিয়া গ্রামের মৃত জলিল উদ্দিনের ছেলে সাইদুল আহমদ ওরফে শাম উল্লাহ ওরফে সায়মন এবং আব্দুর রহিমের ছেলে জাহিদ হাসান।
এলাকাবাসী ও গ্রেপ্তার কিশোরদের অভিভাবকদের দাবি, খেলাধুলা শেষে মজাচ্ছলে কয়েকজন কিশোর স্লোগান দেয়। তাঁদের অভিযোগ, গ্রেপ্তার হওয়া সবাই কিশোর হলেও মামলায় তাঁদের প্রাপ্তবয়স্ক হিসেবে দেখানো হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে মিছিল ও স্লোগান দেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।