
বড়লেখায় সিএনজি অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে রায়না বেগম (৪৮) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (০১ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে উত্তর শাহবাজপুর ইউনিয়নের সুরমা কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়না বেগম উপজেলার কবিরা গ্রামের মৃত হুরুধন মিয়ার স্ত্রী।
শাহবাজপুর পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়না বেগম চিকিৎসার জন্য বাড়ি থেকে সিএনজি অটোরিকশাযোগে শাহবাজপুর বাজারে যাচ্ছিলেন। পথে রাজপুর এলাকায় সিএনজি অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।