ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎতের শর্টসার্কিটে পুড়ে ছাই,মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়াল জামায়াতে ইসলামী

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

ads

বড়লেখা, মৌলভীবাজার::বিদ্যুৎতের শর্টসার্কিটে পুড়ে ছাই — ছয় সন্তানের পিতার আশ্রয়হীন জীবনে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়াল জামায়াতে ইসলামীর স্থানীয় শাখা।

বড়লেখা উপজেলার পূর্বাঞ্চলের সুবিধাবঞ্চিত সীমান্তবর্তী পাহাড়ি জনপদ, বোবারথল করইছড়া গ্রামের জনাব নাজিম উদ্দিন দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে আসছেন। নিজস্ব ঘর না থাকায় স্ত্রী ও ছয় সন্তান নিয়ে আশ্রয় নিয়েছিলেন মামার বাড়িতে।

গত ২৬ সেপ্টেম্বর, শুক্রবার দিবাগত রাতে এক মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর মাথার ওপরের ছাদটুকুও হারিয়ে ফেলেন তিনি। বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুন মুহূর্তের মধ্যে তার মামা মোস্তফা উদ্দিনের নির্মিত বসতবাড়িকে পুড়ে ছাই করে দেয়। আগুনের ভয়াবহতায় ঘর থেকে কিছুই বের করা সম্ভব হয়নি — আসবাবপত্র, গবাদিপশু, হাঁস-মুরগি, ধান-চাল সবকিছুই পুড়ে যায়। কোনো রকমে স্ত্রী ও সন্তানদের নিয়ে প্রাণে রক্ষা পান জনাব নাজিম উদ্দিন।

এই হৃদয়বিদারক ঘটনার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, মানবিক সমাজের বিবেক জাগ্রত হয়। স্থানীয় মানুষ, আত্মীয়-স্বজন, সামাজিক সংগঠন ও দানবীর ব্যক্তিরা নাজিম উদ্দিনের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসেন।

এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন, ৬ নম্বর ওয়ার্ড বোবারথল শাখার সকল দায়িত্বশীল ও সমর্থকগণ একত্র হয়ে মানবিক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় নাজিম উদ্দিনের জন্য একটি টিনশেডের নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়, যাতে তিনি ও তার পরিবার নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পান।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ বলেন,এটি শুধুমাত্র একটি ঘর নয়, এটি একটি পরিবারকে পুনরায় বেঁচে থাকার সাহস ও আশ্রয় দিয়েছে। মানবিক সহযোগিতা আমাদের নৈতিক দায়িত্ব। এই কাজের মাধ্যমে সমাজের অন্যদেরও এগিয়ে আসা উচিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।