
বড়লেখা প্রতিনিধিঃঃমৌলভীবাজার জেলার জুড়ীতে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জুড়ী ফুলতলা আঞ্চলিক সড়কের দক্ষিণ সাগরনাল এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত যুবকের নাম প্রিয়ন্ত দাস (২০)। তিনি বড়লেখা উপজেলার দাশের বাজার ইউনিয়নের গুলুয়া গ্রামের প্রদীপ দাসের ছেলে। এঘটনায় একই গ্রামের রিন্টু দাসের ছেলে সুভন চন্দ্র দাশ (২৪) কে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, বড়লেখা উপজেলার দাশের বাজার ইউনিয়নের গুলুয়া গ্রামের প্রদীপ দাসের ছেলে প্রিয়ন্ত দাস ও একই গ্রামের রিন্টু দাসের ছেলে সুভন চন্দ্র দাশ জুড়ী উপজেলার ফুলতলা এলাকায় মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। বুধবার (১৭সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জুড়ী ফুলতলা আঞ্চলিক সড়কের দক্ষিণ সাগরনাল এলাকায় রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে তাদের মটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে মটরসাইকেলটি দুমরে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রিয়ন্ত দাস মারা যান। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রিয়ন্ত দাসকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত সুভন চন্দ্র দাশকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
প্রিয়ন্ত দাসের বাবা প্রদীপ দাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে বিয়ানীবাজার উপজেলায় একটি কুরিয়ার সার্ভিসে চাকুরী করতেন। পূজা করার জন্য একদিনের ছুটি নিয়ে বাড়ী এসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হোন।
জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবকের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।