
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। গত ০৭ ডিসেম্বর ২০২৫ তারিখে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পাথারিয়া চা বাগানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব গালিব চৌধুরী।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে বড়লেখা সদর ইউনিয়নে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। শীত মৌসুমে দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট লাঘবে উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান স্থানীয়রা।
কম্বল বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার জনাব গালিব চৌধুরী বলেন, “শীতের তীব্রতায় যেন কোনো মানুষ কষ্ট না পায়, সে লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এই সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। শীতার্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকবে।”
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।