raising sylhet
ঢাকাসোমবার , ১৬ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির শিক্ষাবৃত্তি বিতরণ

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১৬, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সদস্যদের সন্তানদের ২০২২ সালের শিক্ষাবৃত্তি, সদস্যদের এককালীন অনুদান, সাধারণ চিকিৎসা, কন্যার বিবাহ ও প্রাকৃতিক দূর্যোগে সাহায্য বাবদ চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) সকালে সমিতির মধুবন মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান মো. ছুরত আলী।

সমিতির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন এর পরিচালনায় ও স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য মো. রহমত উল্লাহ।

চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আমিনুর রাজা চৌধুরী, মো. ইসহাক মিয়া, মো. আব্দুল গফুর, মো. আব্দুল মালিক, আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা নীল কান্ত সিংহ, মো. জয়নাল আবেদিন, শওকত হায়াত খান, আতাউর রহমান জায়গীরদার, শামছুল হক, শওকত আলী, খুরশীদা বেগম প্রমুখ।

সভায় সমিতিকে কেন্দ্রীয় কমিটি কর্তৃক শ্রেষ্ঠ জেলা সমিতি নির্বাচিত করে সম্মাননা ক্রেস্ট প্রদান করায় কেন্দ্রীয় নেতৃবন্দকে অভিনন্দন জানানো হয়।
সিলেটের জেলা প্রশাসক কর্তৃক অনুমোদনক্রমে ৫৩ জন উপকারভোগী সদস্যকে শিক্ষাবৃত্তি, সদস্যদের এককালীন অনুদান, সাধারণ চিকিৎসা, কন্যার বিবাহ ও প্রাকৃতিক দূর্যোগে সাহায্য বাবদ এ চেক বিতরণ করা হয়।
সভায় সমিতির উন্নয়ন ও অনুদান বৃদ্ধির জন্য এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার জন্য সমিতির সকল সদস্যদের প্রতি আহবান জানানো হয়। সভায় ২০২২ সালে অনুমোদনকৃত অনুদানের পরিমাণ বৃদ্ধি করায় সদাশয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি

৮৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।