raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ পলিথিন ব্যাগ বর্জনের ঘোষণা

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৪, ২০২৪ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিষিদ্ধ পলিথিন ব্যাগ বর্জনের ঘোষণা দিয়ে প্রায় পাঁচ শতাধিক বিকল্প ব্যাগ সরবরাহ করেছেন স্থানীয় নিচাবাজার ব্যবসায়ী ইউনিট। একই সঙ্গে ক্ষতিকর পলিথিন আর নয় ব্যাতিক্রমী এই স্লোগান নিয়ে নিজেদের অঙ্গনে প্রচারাভিযান চালিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে নাটোরের নিচাবাজার এলাকায় পলিথিনের ব্যবহার রোধে বাজারে জনসচেতনতায় পথসভা ও র‍্যালির মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।

এসময় পলিথিনের বিকল্প পাঁচশ ব্যাগ ক্রেতাদের মাঝে বিতরণ করা হয়। পাশপাশি তারা ভোক্তাদের ব্যাগ সরবরাহ করেন এবং কোন ধরনের পলিথিন ব্যাগ ব্যবহার না করতে মাছ,সবজিসহ সব ধরনের ব্যবসায়ীদের নির্দেশনা দেন। দুই দিনব্যাপী এ কর্মসূচিতে দুই হাজার সরবরাহ করা হবে বলে কর্মসূচি থেকে জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান, পরিবেশ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, নিচাবাজার ব্যবসায়ী ইউনিটের সভাপতি সাইফুল্লাহ জুয়েল, সাধারণ সম্পাদক রাশেদুল শাহ রিপন সহ নীচাবাজার ব্যবসায়ী ইউনিটের শোভাযাত্রায় ব্যবসায়ীবৃন্দ ছাড়াও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন।

Advertisements

পলথিন ব্যবহার বর্জনে পথসভায় নিচাবাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দরা বলেন, বাজারে পলিথিন ব্যবহার বন্ধ হচ্ছে কিনা তা নিয়মিত নজরদারি করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পরিবেশের সুরক্ষা প্রদানে ব্যবসায়ীদের এই উদ্যোগ প্রশংসার দাবীদের। এই উদ্যোগ সারাদেশে অনুকরণীয়। আশাকরি সকল পর্যায়ে এর সুফল পাওয়া যাবে।

গতকাল বৃধবার (১৩ নভেম্বর) নাটোরের বিভিন্ন বাজারে নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন জব্দে অভিযান চালিয়ে নাটোরের আট ব্যবসায়ীকে সাড়ে ১৮ হাজার টাকা জরিমানা করেছে, বাজার মনিটরিং টাক্সফোর্সের কর্মকর্তারা।

৩৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।