মিষ্টিজাত দ্রব্য বিক্রয়কারী কোম্পানি স্বাদের শাখাপ্রতিষ্ঠানে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরিত হয়ে ৫ জন দ্বগ্ধ হয়েছেন।
বুধবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে সিলেট নগরীর জিতু মিয়ার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান- জিতু মিয়ার পয়েন্টে স্বাদের মূল শাখার কাছে পৃথক আরেকটি ছোট্ট দোকান রয়েছে। সেখানে শুধু স্বাদের মিষ্টিদ্রব্য বিক্রি করা হয়। বুধবার রাত ১০টার দিকে বিকট শব্দে সেই দোকানের ডিপ ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ ঘটে। এতে এটিসহ পার্শ্ববর্তী দুটি দোকানে আগুন লেগে যায় এবং ৫ জন দ্বগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসে। তবে এর আগেই স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।
তিনি বলেন- খবর পাওয়ামাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া স্বাদ কর্তৃপক্ষও সাংবাদিকদের কোনো তথ্য দিয়ে সহযোগিতা করেননি।