• ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বড়লেখায় জাতীয় সমাজসেবা দিবস পালন

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৩
বড়লেখায় জাতীয় সমাজসেবা দিবস পালন

বড়লেখায় জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাংবাদিক আব্দুর রব, রহমানীয়া টুকা ইসলামী সমাজকল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির সভাপতি আবুল হোসেন প্রমুখ।

বার পড়া হয়েছে।