মোজাহের-আলেয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এ ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত দুস্থ পরিবারের মাঝে কম্বল দেয়া হয়। শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল ৪ টায় মৌলভীবাজারের কুলাউড়া থানার কটার কোনা এলাকায় ২ শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণকালে বক্তারা বলেন, দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না এসব হতদরিদ্র শীতার্ত মানুষের।
অসহায় মানুষের পাশে মোজাহের-আলেয়া কল্যাণ ট্রাস্টের মতো সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন, মোজাহের-আলেয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: মোজাহের আলী, ট্রাস্টের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মো: আখতারুজ্জামান জনি, সদস্য সচিব সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুগভেরীর সিনিয়র ফটো সাংবাদিক মো: মনিরুজ্জামান রনি, ট্রাস্টের সদস্য আসাদুজ্জামান মুন্না, প্রমুখ।