নিজের শোবার ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ধারণা করা হচ্ছে, তিনি ঘুমানোর পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। সুমনের স্ত্রী দুল্লী রাণীকে হত্যার অভিযোগে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলা বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সুমনের বাবা হানসা লাল অভিযোগ করে বলেন, তারা স্বামী-স্ত্রী একই ঘরে অবস্থান করছিলেন। গত রাতের কোনো একসময় ঘুমের মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে আমার ছেলেকে হত্যা করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, শ্বাসরোধ করে সুমনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে ঘটনাটি হত্যা কিনা। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিহত সুমন চৌধুরী (৩০) ঘোড়াঘাট উপজেলায় বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর এলাকার হানসা লাল চৌধুরীর ছেলে।