রাইজিংসিলেট- শাহ পরান মাজারে গান-বাজনা নিষিদ্ধ। সিলেটের হযরত শাহ পরাণ (রা.) মাজারে প্রতিবছর ওরসকে কেন্দ্র করে গান-বাজনা হতো। শুক্রবার (৬ সেপ্টেম্বর) থেকে সব ধরনের গান-বাজনা সম্পূর্ণ বন্ধের ঘোষণা দিয়েছে মাজার কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন মাজারের খাদিম সৈয়দ কাবুল আহমদ।
তিনি বলেন, ‘এখন থেকে মাজারে ওরস উপলক্ষ্যে গান-বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো। কেউ বাদ্যযন্ত্র নিয়ে আসবেন না। এখানে প্রতি বৃহস্পতিবার যে গান-বাজনা করা হয় সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে। কেউ যদি করার চেষ্টা করেন তাহলে আমরা তা প্রতিহত করবো।’
উল্লেখ্য, গতকাল শুক্রবার বাদ জুমা নাচ-গান, মদ-জুয়া, অশ্লীলতা, নারী নৃত্যসহ অসামাজিক-অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করে স্থানীয় ছাত্র-জনতা।
প্রতিবছর নিয়ম অনুযায়ী ৪, ৫ ও ৬ রবিউল আউয়াল তিন দিনব্যাপী ওরসের আয়োজন করে থাকে মাজার কর্তৃপক্ষ।
৫৫ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।