raising sylhet
ঢাকামঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১৭, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণখান কসাইবাড়ি রেলগেট এলাকায় সাত বছরের শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মানিক মিয়া (৩০) নামে এক যুবকের।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে দক্ষিণখান কসাইবাড়ি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মানিক ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা এলাকার হাসিম মিয়ার ছেলে। বর্তমানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দক্ষিণখান ফায়দাবাদ চৌরাস্তা এলাকায় থাকতো।

পেশায় গাড়ির টায়ার ব্যবসায়ী ছিলেন তিনি।
নিহতের স্ত্রী সালমা বেগম জানান, আমার স্বামী ওই শিশুকে সন্তানকে বাঁচাতে গিয়ে তার মৃত্যু হয়।

আমার দুই সন্তান এতিম হয়ে গেলো। তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তার দাফন করা হবে।
বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামরুল জানান, শ্বশুরবাড়ির লোকজনদের বিদায় দেওয়ার জন্য কসাইবাড়ি রেলগেট এলাকায় আসেন জসিম সহ তার আত্মীয়-স্বজনরা। হঠাৎ তার ভায়রার সাত বছর বয়সী মেয়ে রেল লাইনের উপর উঠে যায়। এ সময় ট্রেন আসতে দেখে জসিম মিয়া ঝাঁপিয়ে পড়ে ওই শিশুটিকে বাঁচাতে পারলেও কমলাপুর থেকে ছেড়ে যাওয়া মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

৭৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।