
রাইজিংসিলেট- সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় মোটরসাইকেলে তুলে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দনা সীমান্তের রাতাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম (২০) দনা রাতাছড়া গ্রামের মৃত ছলু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, পূর্ব শত্রুতার কারণে সাইফুলকে রাস্তা থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে পরে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পেছনের কারণ অনুসন্ধান এবং জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সাইফুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।