রাইজিংসিলেট-ফাঁকা বাসায় দশম শ্রেণির ছাত্রীর লাশ ঝুলছে, বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত আঁখি আফ্রাতপাড়া মহল্লার আল কামাল হোসেনের মেয়ে। পাবনা আদর্শ গার্লস হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
পাবনার চাটমোহর পৌর সদরের কাজীপাড়া মহল্লায় কনক জাহান আঁখি (১৪) নামে স্কুলছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আফ্রাতপাড়া মহল্লায় বাড়ি হলেও সম্প্রতি তারা কাজীপাড়া মহল্লার হাসান তৌফিকের বাড়ির তিনতলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে ওঠেন। কয়েক মাস পূর্বে আল কামাল হোসেনের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন তিনি।
বুধবার আঁখিকে ফ্ল্যাটে রেখে তার সৎমা ছোট ভাই-বোনদের স্কুলে নিয়ে যান। বিকেলে ফিরে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজার ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে স্বজনরা আঁখির ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে সন্ধ্যার পর লাশ উদ্ধার করে পুলিশ।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি বৃহস্পতিবার সকালে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
পরিবারের কারো ওপর অভিমান করে সবার অগোচরে ওই স্কুলছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।