• ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেন নেপালের রাষ্ট্রদূত

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৩
বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেন নেপালের রাষ্ট্রদূত

বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেন নেপালের রাষ্ট্রদূত,লালমনিরহাট জেলার বুড়িমারী,চ্যাংড়াবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেছেন নেপালের রাষ্ট্রদূত । নেপাল ও বাংলাদেশের মধ্যে আগামীতে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে দুই দেশের প্রধান বাণিজ্যিক রুট পরিদর্শন করেন:- এইচ ই ঘনশ্যাম ভান্ডারী।

সভায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বিজিবির ৬১ বিজিবি ব্যাটালিয়নের তিস্তা ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ। পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হক সুমন, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক , নুর কবির- ইমিগ্রেশন ইনর্চাজ বুড়িমারী স্থলবন্দর , বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিনসহ স্থলবন্দর ও শুল্ক স্টেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাণিজ্য সম্প্রসারণে নেপালের রাষ্ট্রদূত কিছু বিষয়ে সুপারিশ করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে বুড়িমারী স্থলবন্দর দিয়ে নেপাল ও বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করার লক্ষ্য রয়েছে।

বার পড়া হয়েছে।