• ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সাপাহারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ

risingsylhet.com
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৩

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। এ বিষয়ে ২ এপ্রিল রোববার উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি লিখিত অভিযোগ করেন শিক্ষার্থীদের অভিভাবকগন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র সাহা তার স্কুলের বিশেষ করে পঞ্চম শ্রেণীর মেয়েদের গায়ে হাত দেয়, জড়িয়ে ধরে এবং বিভিন্ন সময়ে আপত্তিকর ভিডিও দেখিয়ে যৌন হয়রানি মূলক আচরণ করে থাকে। এতে করে মেয়েরা খুবই আতঙ্কে থাকে। এ কারনে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আশা বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় অভিভাবকরা অত্যন্ত চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়েছে। অনেকদিন ধরে প্রধান শিক্ষক এই ধরনের ঘটনার সাথে জড়িত বলে জানিয়েছেন তারা। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক অবিনাশ সাহার সাথে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমি আমার শিক্ষার্থীদের সন্তান মনে করি। অভিযোগের কোন সত্যতা নেই। আমাকে হেনস্থা করার জন্য কয়েকজন অভিযোগ করেছে। এ বিষয়ে সহকারী শিক্ষা অফিসার অসীম সাহা ও রোস্তম আলীর সাথে কথা হলে তারা সাংবাদিকদের জানান, যদি এ ধরনের ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ্ আল মামুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যদি সত্যতা পাওয়া যায় তাহলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

১২ বার পড়া হয়েছে।