• ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

স্কুল বন্ধ রেখে প্রতিমন্ত্রীর ছেলের বউভাতে শিক্ষক-কর্মচারীরা

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৩
স্কুল বন্ধ রেখে প্রতিমন্ত্রীর ছেলের বউভাতে শিক্ষক-কর্মচারীরা

রাইজিংসিলেট-স্কুল বন্ধ রেখে প্রতিমন্ত্রীর ছেলের বউভাতে শিক্ষক-কর্মচারীরা, রোববার (৮ জানুয়ারি) রৌমারীর বাসভবনে প্রতিমন্ত্রীর একমাত্র ছেলের বউভাত অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলের বউভাত উপলক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন উপজেলার সব শিক্ষক-কর্মচারীরা।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন, প্রতিমন্ত্রীর ছেলের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের দাওয়াত দেয়া হয়েছে। শিক্ষকরা দাওয়াতে অংশ নিতে যাবেন। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে আজ পাঠদান বন্ধ।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষক বলেন, আমাদের বলা হয়েছে একটি ক্লাস নিয়ে দাওয়াতে যেতে। তবে কোনো ক্লাস নেয়া হয়নি। বিয়ের উপহার কেনার জন্য সবার কাছ থেকে ৫০০ টাকা করে চাওয়া হয়েছিল।পরে ৩০০ টাকা করে নেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে রৌমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামকে ফোন করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

বার পড়া হয়েছে।