• ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আইডিইবি সিলেট জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৩
আইডিইবি সিলেট জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার ২০২৩-২৫ টার্মের নব-নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) রাতে তালতলাস্থ আইডিইবি’র কার্যলয়ে শপথ গ্রহণ ও পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার প্রশান্ত কুমার চৌধুরী। শপথ গ্রহণ ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (সিলেট অঞ্চল) মো. নজরুল হোসেন। আইডিইবি সিলেট জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় শুরুতে নব-নির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো. নজরুল হোসেন। এসময় নির্বাচন কমিশনার শান্তনু চৌধুরী ও মো. রুহিন জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় জেলা নির্বাহী কমিটির সভা। এতে সভাপতিত্ব করেন জেলা নির্বাহী কমিটির নব-নির্বাচিত সভাপতি মাহমুদুর রশীদ মসরুর। সভায় বক্তব্য রাখেন জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমেদ, কাউন্সিলর মো. আব্দুর রহিম, সহ-সভাপতি মো. নুরুল হুদা চৌধুরী, কাউন্সিলর মো. রুহুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন, সদস্য মনিরুজ্জামান মনির, সাদিকুল ইসলাম, সালাউদ্দিন, নাইমুর রহমান, ময়নুল আলম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জেলা কমিটির পক্ষ থেকে নব-নির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো. নজরুল হোসেন ও সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি

বার পড়া হয়েছে।