
আব্দুল আলিম সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলার চকফরিদ মেহেরুল্লাহ্ দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৭ মে বেলা ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার আব্দুল মালেক।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অহেদুল ইসলাম। এছাড়া ও শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থেকে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, নৈতিক শিক্ষার গুরুত্ব এবং শিক্ষক-অভিভাবক পারস্পরিক সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।