পঞ্চম উইকেট ব্যাট করতে নেমে দলকে টানতে শুরু করেন জাকের আলী ।
হবিগঞ্জের সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামে জাকের আলী অনিকের বাড়ি।জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচে নৈপুণ্য দেখিয়েছেন তিনি ।সিলেট বিভাগের হয়ে খেলেন জাতীয় লিগে ।
প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিষেকও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এবার এই মাঠেই ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে হাফ সেঞ্চুরি করে বাজিমাত দেখিয়েছেন।
পঞ্চম উইকেট ব্যাট করতে নেমে দলকে টানতে শুরু করেন জাকের আলী অনিক। চার ছক্কায় দারুণভাবে তুলেন হাফ সেঞ্চুরি।
শ্রীলঙ্কার দেওয়া ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন লিটন দাস ও সৌম্য সরকার।
আগে ব্যাট করতে নেমে কুশাল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রানের সংগ্রহ পায় লঙ্কানরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে শেষ হবার আগেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ বাংলাদেশ।