• ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

পাত্র সম্প্রদায়ের শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৩
পাত্র সম্প্রদায়ের শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের সেনাপতি টিলায় বসবাসরত পাত্র সম্প্রদায়ের শিশুদের মধ্যে জ্যোতি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে ২ জানুয়ারি সোমবার বিকালে শীতবস্ত্র বিতরণ করা হয়।

জ্যোতি ফাউন্ডেশন সিলেটের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব এর সভাপতিত্বে ও সংগীত নিকেতনের পরিচালক প্রদীপ দে’র পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিবেক এর সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, ছড়াকার অজিত রায় ভজন, পারমিতা সিলেটের পরিচালক ধ্রুব গৌতম, সমাজসেবী নমিতা দেব, সেনাপতি টিলা রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি রবীন্দ্র পাত্র।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জ্যোতি ফাউন্ডেশন সিলেটের চেয়ারম্যান বিশিষ্ট ছড়াকার, সংগঠক ও ব্যবসায়ী নিরঞ্জন চন্দ্র চন্দ।
জ্যোতি ফাউন্ডেশনের চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র চন্দ এর ৪৫তম জন্মদিন উপলক্ষে তাঁর অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে অর্ধশতাধিক শিশুদের মধ্যে শীতবস্ত্র ও দেড় শতাধিক মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

বার পড়া হয়েছে।