বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক শিক্ষা ও ক্রীড়ামূলক এবং অরাজনৈতিক সংগঠন ফ্রেন্ডস পাওয়ার ক্লাব, সিলেটের ৭১ সদস্য বিশিষ্ট করে আগামী এক (১) বছরের জন্য কমিটি অনুমোদন দেয়া হয়।
সোমবার (১লা জানুয়ারি) রকি দেবকে প্রতিষ্ঠাতা সভাপতি ও অমর চন্দ্র দাস কে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি রক্তিম রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জয়দেব বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক টিটন পাল, অর্থ সম্পাদক ঋষিকেশ দাস, প্রচার সম্পাদক হিমেল তালুকদার রাবেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আশরাফ আহমেদ, সমাজসেবা সম্পাদক জুবায়ের আহমদ, দপ্তর সম্পাদক হাদিসনুর হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক অন্তরা দেব, সাংস্কৃতিক সম্পাদক রিয়া দাশ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহিবুর ইসলাম সৌরভ, ভ্রমণ বিষয়ক সম্পাদক কৌশিক দেব শুভ, ক্রীড়া সম্পাদক বিশাল পাল, সিনিয়র সদস্য ছাবেদ হোসেন, বিধান কৃষ্ণ রায়, প্রশান্ত মালাকার, রূপম তালুকদার, বিদ্যুৎ কান্তি সরকার, অপু কর, তাহের হোসেন, রঞ্জন দাস, রাজীব চন্দ্র দাস, হৃদয় ঘোষ অনিক, আপ্পু দে, জয়ন্ত কুমার দাস, সৌরভ তরফদার, মাসুক মিয়া, সদস্য রাম রাজিব ভট্টাচার্য্য. পার্থিব দেব পার্থ, তন্ময় দেব, শ্রীজীব দাস, ভূপতি কুমার রায়, শ্যামল রায়, প্রসেনজিৎ বৈষ্ণব, রবিন দাস, আজিজ আহমেদ, রতন দাস, মো; কাইয়ুম, পুষ্পিতা সরকার পূজা, জ্যোতি সোম নূপুর, শ্রাবতী দে, অর্পি দে, রুমকি রানী চন্দ, প্রমা দসা, জুই তালুকদার, মেঘনা আচার্য্য, মো: ইকবাল হোসেন, ইমরান এইচ এস, প্রিয়ব্রত দেব নয়ন, বিশাল মহালনবীল, পার্থ লাল রিনয়, বিনায়ক কর, মো: সাকেল মিয়া, রাকু মালাকার, মো: মোজাহিদুল ইসলাম মোজাহিদ, শুভ্র কান্তি পাল, মুগ্ধ দাস মিথুন, পার্থিব বৈদ্য, পার্থ সাহা, মো: আলী রিয়াদ, প্রবাসী সদস্য সাহেদ আহমদ, সুমন দাস, মো: আনোয়ার আলী রাজ, আলয় চৌধুরী, পিন্টু দেবনাথ, রাজু চন্দ্র রাতুল চৌধুরী, এম ঝুমন আহমদ, রাসেল মিয়া।