আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে গ্রামীন ব্যাংকের উদ্যোগে সংগ্রামী ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে সাপাহার গোস্তহাটির মোড়ে গ্রামীন ব্যাংক অফিস চত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
গ্রামীন ব্যাংক সাপাহার অফিসের এরিয়া ম্যানেজার আব্দুর রহিম এর সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি করে কম্বল বিতরণ করেন নওগাঁ যোনের যোনাল ম্যানেজার আবুল বাসার। এসময় যোনাল অফিসের সহ: অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, সাপাহার অফিসের শাখা ব্যাবস্থাপক জাকির হোসেন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। সময়োপযোগী হিসেবে প্রচন্ড এই শীতের দিনে গ্রামীন ব্যাংক সাপাহার শাখার উদ্যোগে এলাকার অসহায় বেশ কিছু ছিন্নমুল শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে একটি করে কম্বল প্রদান করা হয়। শীতে যুবুথুবু অবস্থায় একটি করে গরম কাপড় পেয়ে অসহায় মানুষগুলো কর্তৃপক্ষের মঙ্গল কামনা করে সৃষ্টি কর্তার দরবারে প্রার্থনা করেন।