স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে-বিধান কুমার সাহা,সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে সোনার বাংলাদেশ গড়তে ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ছাত্রলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভেনগার্ড হিসেবে দায়িত্ব পালন করে যাবে বলে আমার বিশ্বাস।
গত বুধবার (৪ জানুয়ারি) সকালে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট সরকারি মদন মোহন কলেজ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত কেক কাটা, র্যালি, বৃক্ষরোপন, ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সরকারি মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি এ. কে. এম. মাহমুদুল হাসান সানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমনের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য এডভোকেট মো: জাহিদ সারওয়ার সবুজ, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সদস্য এমরুল হাসান, সরকারি মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আজাদ হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মন্টু কুমার পাল মিন্টু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা দেলোওয়ার আল আজহার, সরকারি মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অরুণ দেবনাথ সাগর, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সদস্য কালাম হোসেন, সরকারি মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: হারুনুর রশিদ হারুন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম রশিদ আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল মুকিত, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী ইলিয়াসি দিনার, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, যুবলীগ নেতা মো: দিদার হোসেন রিপন, মহানগর ছাত্রলীগের সাবেক ছাত্রবৃত্তি সম্পাদক শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য শাহজাহান আহমদ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফয়সাল কাদির পাওয়েল, মহানগর ছাত্রলীগের সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য শহীদ আকিল অপু, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি বিজন দাস, বরইকান্দি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সুমন, সুমন ইসলাম খান সহ সাবেক ও বতর্মান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি