আইডিইবি সিলেট জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত,ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার ২০২৩-২৫ টার্মের নব-নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) রাতে তালতলাস্থ আইডিইবি’র কার্যলয়ে শপথ গ্রহণ ও পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার প্রশান্ত কুমার চৌধুরী। শপথ গ্রহণ ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (সিলেট অঞ্চল) মো. নজরুল হোসেন। আইডিইবি সিলেট জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় শুরুতে নব-নির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো. নজরুল হোসেন। এসময় নির্বাচন কমিশনার শান্তনু চৌধুরী ও মো. রুহিন জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় জেলা নির্বাহী কমিটির সভা। এতে সভাপতিত্ব করেন জেলা নির্বাহী কমিটির নব-নির্বাচিত সভাপতি মাহমুদুর রশীদ মসরুর। সভায় বক্তব্য রাখেন জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমেদ, কাউন্সিলর মো. আব্দুর রহিম, সহ-সভাপতি মো. নুরুল হুদা চৌধুরী, কাউন্সিলর মো. রুহুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন, সদস্য মনিরুজ্জামান মনির, সাদিকুল ইসলাম, সালাউদ্দিন, নাইমুর রহমান, ময়নুল আলম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জেলা কমিটির পক্ষ থেকে নব-নির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো. নজরুল হোসেন ও সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি