আব্দুল আলিম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : শিক্ষার মানোন্নয়নে নওগাঁর সাপাহারে প্রাথমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজনে বিদ্যালয়ে এসএমসি’র সভাপতি কৃষ্ণ পালের সভাপতিত্বে “মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য আর্শিবাদ নয় অভিশাপ” এবিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিপক্ষ দল বিজয়ী হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দ্যেশে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ্ আল মামুন।
৩৬০ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।