শায়খ হাম্মাদ গাজিনগরীর ‘হুদাল্লিল মুত্তাকিন’ বইয়ের মোড়ক উন্মোচন,বিশিষ্ঠ আলেম, লেখক, গবেষক ও ইসলামি আলোচক মাওলানা শায়খ হাম্মাদ গাজিনগরীর বয়ান সংকলন ‘হুদাল্লিল মুত্তাকিন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) বিকাল ৩ টায় নগরীর কেন্দ্রীয় সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে মুহাদ্দিসে গাজিনগরী গবেষণা পরিষদ বাংলাদেশের উদ্যোগে এই মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (রহ.) এর শায়খুল হাদিস ও মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি।
আজাদ দ্বীনি এদ্বারায়ে তালীম বোর্ডের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা হাসান বিন ফাহিম এবং হাফিজ মাওলানা মাহমুদুর রহমান মিলাদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা, মাওলানা আতাউল হক জালালাবাদী, মাওলানা আবুল খায়ের বিতংগলী, মুফতি শাহ আশরাফ আলী মিয়াজানী, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মুফতি ফুজাইল আহমদ, মুফতি মতিউর রহমান, মুফতি এহতেশামুল হক কাশেমী, মুফতি আহমেদ কবির কাওছার, মাওলানা সাইফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলনা কবির আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুহাদ্দিসে গাজীনগরী গবেষনা পরিষদের সভাপতি মাওলানা আব্বাস আলী, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ইউসুফ আহমদ, মাওলানা ইব্রাহীম খলিল, মাওলানা জিয়াউল হক, মাওলানা ইমামুল হক, মাওলানা সামসুল হক, মাওলানা ফয়ছল আহমদ, মাওলানা শহীদ আদনান, মাওলানা আমান উল্লাহ প্রমুখ।
বইটি প্রকাশ করেছে দারুল আহনাফ পাবলিকেশন্স, নিউ ইয়র্ক। সম্পাদনা করেছেন কথাসাহিত্যিক রশীদ জামীল। গ্রন্থনা করেছেন তরুণ লেখক-সাংবাদিক ইলিয়াস মশহুদ। বইটি পরিবেশনায় রয়েছে অভিজাত ইসলামি প্রকাশনাপ্রতিষ্ঠান কালান্তর প্রকাশনী। বিজ্ঞপ্তি