• ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সীমানা নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৩
সীমানা নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১

সীমানা নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১,মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে শরিফ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৮ জানুয়ারি) সকালে হবিগঞ্জ মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মিঠাপুকুর গ্রামে শরিফ মিয়া ও ভাই শহিদ মিয়ার মধ্যে দীর্ঘদিনে ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। রোববার সকালে উভয়পক্ষের লোকজনের মধ্যে মারামারির সৃষ্টি হলে প্রতিপক্ষের আঘাতে শাদত আলীর ছেলে শরিফ মিয়া মারা যান।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় এখনও কোনো অভিযোগ আসেনি।

বার পড়া হয়েছে।