সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের সভাপতি শংকর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন প্রেসক্লাব সহ সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মো. সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, আব্দুল হাই প্রমুখ।
সভায় সম্প্রতি জগন্নাথপুর প্রেসক্লাবের নাম ব্যবহার করে কতিপয় হলুদ সাংবাদিকরা নাম সর্বস্ব অনলাইন সহ বিভিন্ন গনমাধ্যমে জগন্নাথপুর প্রেসক্লাবের কমিটি গঠন শীর্ষক সংবাদ প্রকাশ করে বিভ্রান্তির সৃষ্টি করেছে। প্রেসক্লাবের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানানো হয়।
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, জগন্নাথপুর প্রেসক্লাব ১৯৮৫ সাল থেকে কার্যক্রম চালিয়ে আসছে। এডভোকেট সৈয়দ শায়েখ আহমদকে সভাপতি ও দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
যার ধারাবাহিকতায় আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সম্প্রতি ভূঁইফোড় অনলাইন ও নামসর্বস্ব কিছু পত্রিকার নাম ব্যবহার করে সাংবাদিকতার নীতি মালা পরিপন্থী কিছু দুষ্কৃতকারী যাদের বিরোদ্ধে নারী কেলেংকারী, মাদক ব্যবহারসহ নানা অপরাধ মূলক কর্মকান্ডের সুনির্দিষ্ট অভিযোগ থানায় রয়েছে। তারা প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচার চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই।
এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সচেতন জগন্নাথপুর বাসীর প্রতি আহবান জানাই।
সভায় নতুন সদস্য সংগ্রহের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি, পাশ কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা, সরকার নিবন্ধিত দৈনিক পত্রিকার নিয়োগপত্র সহ আবেদন আহবান করা যাচ্ছে।
আবেদন পাঠানোর ঠিকানা সভাপতি-সাধারণ সম্পাদক, জগন্নাথপুর প্রেসক্লাব, ডাকবাংলা রোড, জগন্নাথপুর। মোবাইল-০১৭১১৪৫৯৯৩৮, ০১৭২১৪২৫৮৩৪।
৪ বার পড়া হয়েছে।