• ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বাক্ষর জাল – আটক ১

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৩
সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বাক্ষর জাল – আটক ১

সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বাক্ষর জাল – আটক ১,সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বাক্ষর জাল, নকল সীল সই বানিয়ে ভূয়া পর্চা তৈরীসহ একাধিক অভিযোগে মোহন খান (৩০) নামে এক প্রতারককে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়।সে শহরতীল সুলতানমাহমুদপুর গ্রামের ইদু খানের পুত্র।

আটকের পর তাকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার (এসআই) উৎসব কর্মকার বলেন, মোহন খান নামে ওই যুবক জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ডরুমে আশপাশে সবসময় অবস্থান করতো। সেখানে সেবা নিতে আসা সাধারণ মানুষদের ভূয়া পর্চা তৈরী করে দিতো। আর এতে সে সরকারি কর্মকর্তাদের জাল সীল সই ব্যবহার করতো। যার মাধ্যমে সে হাতিয়ে নিতো লাখ লাখ টাকা। বিষয়টি নজরে আসলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস রেকর্ডরুমের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে আমাদের কাছে সোপর্দ করেন।

এসআই উৎসব কর্মকার বলেন, নিয়মিত মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।

বার পড়া হয়েছে।